এক নজরে
১। ইউনিয়ন পরিষদের স্থাপনকাল- ১৯৬০ইং
২।ইউনিয়নের সীমানা
(ক). উত্তরে রাড়ীপাড়া ইউনিয়ন
(খ). দক্ষিনে দৈবজ্ঞহাটী ইউনিয়ন
(গ). পূর্বে বনগ্রাম ইউনিয়ন
(ঘ). পশ্চিমে তেলিগাতী ইউনিয়ন
৩। আয়তন- ২০.১২কি.মি
৪। লোকসংখ্যাঃ পুরুষ- ৯৮৫২ জন
মহিলা- ৮০২৩ জন
মোট= ১৭৮৭৫ জন
৫। গ্রামের সংখ্যা = ১৬টি।
৬। মৌজার সংখ্যা = ১১টি।
৭। হাট বাজারের সংখ্যা = ২টি।
৮। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
ক্র.নং | অবস্থা | কলেজ | মাধ্যমিক | নিম্ন মাধ্যমিক | মাদ্রাসা | প্রাথমিক |
০১ | সরকারি | ০ | ০ | ০ | ০ | ১৬ |
০২ | বেসরকারি | ০ | ১ | ১ | ৪ | ০ |
৯। শিক্ষার হার- ৬৮%
১০। রাস্তা ও সড়কের পরিমানঃ
(ক)পাকা- ১০ কি.মি
(খ) এইচ বিবি...........................
(গ) কাঁচা ৪০ কি.মি
১১। খোয়াড় ও ফেরীঘাটের সংখ্যা –
(ক) খোয়াড় - ৩টি।
(খ) ফেরী- নাই।
১২। নলকূপের সংখ্যা-
(ক) অগভীর – ৬৩টি।
(খ) গভীর – নাই।
১৩। জমির পরিমাণ - ৫২২০ একর।
(ক) একফসলী- ৩৩০৫ একর
(খ) দোফসলী- ১১২০ একর
(গ) পতিত জমি – ৭৯৫ একর
১৪। সরকারি পুকুর- ১৩টি।
১৫। মসজিদের সংখ্যা – ২৯টি।
১৬। মন্দিরের সংখ্যা – ৩১ টি।
১৭। খানার সংখ্যা- ৩৪৭১ টি।
১৮। পাঁকা বাড়ি – ৪১টি।
১৯। কালভার্ট- ১৬টি।
২০। বিল – ২টি।
২১। কাঠের পুল- ২১টি।
২২। ভূমিহীন পরিবারের সংখ্যা – ১৯৩টি।
২৩। পরিবার কল্যান কেন্দ্র – ৩টি।
২৪। ভেড়ী বাধঁ – ৫ কি.মি
২৫। বাশেঁর সাকোঁ – ৫৫টি।
ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
১। নাগরিক দায়িত্বঃ
(ক) আইন শৃঙ্খলা রক্ষার কাজে প্রশাসনকে সহায়তা করা-
(খ) অপরাধমূলক কার্যকলাপ, বিশৃঙ্খলা সৃষ্টি ও চোরা চালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহন-
(গ) কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সেচ ও বন্যার পূর্ব প্রস্তুতি গ্রহনের উদ্দেশ্যে কর্মসূচীর বাস্তবায়ন এবং জনগনের অর্থনৈতিক উন্নতি কল্পে যা প্রয়োজন তা করার জন্য গৃহীত পদক্ষেপ-
(ঘ) পরিবার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করা-
(ঙ) সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষন করা-
(চ) ইউনিয়ন পর্যায়ে সকল প্রতিষ্ঠানের কর্মতৎপরতা পর্যালোচনা করে সে সম্পর্কে সংশ্লিষ্ট থানা নির্বাহী কর্মকর্তার নিকট সুপারিশ পেশ করা।
(ছ) সেনিটারী পায়খানা স্থাপনের জন্য জনসাধারনের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি-
(জ) জন্ম, মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থ ব্যক্তি সম্পর্কে তথ্য রেকর্ডভূক্ত করা- ২। পুলিশ ও প্রতিরক্ষা দায়িত্বঃ
(ক) গ্রামে রাতে পাহারাদার ব্যবস্থা গ্রহন
(খ) মাদক দ্রব্য সেবন রোধকল্পে গৃহীত ব্যবস্থা-
(গ) সরকারি সম্পদ রক্ষার জন্য প্রতিরক্ষা দায়িত্ব পালন-
৩। রাজস্ব ও প্রশাসনিক দায়িত্বঃ
(ক) ইউনিয়নে কার্যরত ব্যবস্খা আদায়ের কাজে নিয়োজিত সকল সরকারী
কর্মচারিকে সহযোগিতা করা।
(খ)জেলা প্রশাসক যেভাবে চাইবেন সেভাবে রেকর্ড পত্র প্রনয়ন জরিপ ও শষ্য তদারকি।
(গ) অপরাধ সংঘটিত হলে এবং ইউনয়িনে কোন দুষ্কৃতিকারী উপস্থিতি দেখা গেলে তা পুলিশকে জানানো এবং অপরাধীদের গ্রেফতার করা।
(ঘ) সরকারী সম্পত্তি বৈদখল, ক্ষতি হলে দ্রুত তা কতৃপক্ষকে জানানো।
(ঙ) সরকার বা অন্যান্য টাকা যুক্ত কর্তৃপক্ষকে প্রচার মূলক কাজে সাহার্য্য করা।
(চ) সরকারী কর্মকর্তাগনকে তাদের দায়িত্ব পালনে সর্বতোভাবে সহযোগীতা করা।
৪। উন্নয়ন মূলক দায়িত্ব:
(ক) কৃর্ষি উন্নয়ন-
(খ) শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন-
(গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন-
(ঘ) সামাজিক কর্মকান্ডের মান উন্নয়ন-
(ঙ) কুটির শিল্পের মান উন্নয়ন-
৫। আদালত বা বিচার সংক্রান্ত দায়িত্বঃ
(খ) লিখত অভিযোগ নেওয়া-
(খ) গ্রাম্য আদালত ভুক্ত দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার করা-
(গ) বিচারের পর জরিমানা প্রাপ্য ব্যক্তিকে দিয়ে দেওয়া।
এছাড়া গ্রাম ভিত্তিক উন্নয়নের জন্য গ্রাম্য জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দারিদ্র জনগনের দারিদ্রতা দূর করনের জন্য করনীয় দায়িত্ব পালন করা হচেছ। এই জন্য স্থানীয় সরকারকে শক্তিশালি হিসাবে গড়ে তোলার জন্য অনুরোধ করছি।
ইউনিয়ন পরিচিতিঃ
০৭নং বাধাল ইউনিয়ন পরিষদ
কচুয়া, বাগেরহাট।
প্রতিষ্ঠা-
গ্রাম ভিত্তিক লোকসংখ্যাঃ
মোট জনসংখ্যা-
১। বিলকুল-
২। সাংদিয়া-
৩। আফরা-
৪। পানবাড়িয়া-
৫। আবাদ-
৬। আঠারোগাতী-
৭। কিচমত পিংগড়িয়া-
৮। যশোরদী-
৯। পিংগড়িয়া-
১০। কলমিবুনিয়া-
১১। শাখারীকাঠী-
১২। রঘূদত্তকাঠী-
১৩। আলোকদিয়া-
১৪। নজদিক পিংগড়িয়া-
১৫। মসনী-
১৬। বাধাল-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস