Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

পঞ্চম বার্ষিকি পরিকল্পনা

 

·           খাল খনন কর্মসূচী:

১। আঠারগাতী ইছামতি নদী হইতে পিংগড়িয়া টু কলমিবুনিয়া হয়ে মসনী বিশখালী কান্দের খাল পর্যন্ত খাল পুণ: খনন।

২।আঠারগাতী সরদারবাড়ি পূল হইতে আবাদ হয়ে বিলকুল হয়ে সাংদিয়া রুতমারি খাল পুন: খনন।দৈর্ঘ্য- ৫ কি: মি:

৩।পানবাড়ীয়া ইছামতি নদী হইতে শুরু করে সাংদিয়া হয়ে কলমিবুনিয়া হয়ে শাখারীকাঠী বাজার পর্যন্ত খাল পুন:খনন।দৈর্ঘ্য-৯ কি: মি:

৪। বিলকুল মোতলেব নকীবের বাড়ির সামনে থেকে শুরু করে সাংদিয়া মোস্তাহীদ এ্যাডভোকেট এর ঘেরের পাশ থেকে বাধাল শিকদার বাড়ি হয়ে বাধাল ইউ. পি . শেষ সীমানা পর্যন্ত।দৈঘ্য- ৬ কি: মি:

৫। বিষখালী নদীর মুখ থেকে শুরু করে রেইনবো হ্যাচারী হয়ে মোস্তাহীদ এডভোকেট এর ঘের পর্যন্ত খাল পুন: খনন। দৈর্ঘ্য- ৬ কি:মি:

৬। মসনী কালীখোলা হয়ে বিষখালী হয়ে মসনী বাজার হয়ে শাখারীকাঠী বাজার পর্যন্ত খাল পুন: খনন।দৈর্ঘ্য-৫ কি:মি:

৭। মসনী উত্তম মেম্বরের বাড়ির পাশ দিয়ে শুরু করে ইব্রাহীম মেম্বরের বাড়ির সামনের ব্রীজ পর্যন্ত খাল পুন:খনন। দৈর্ঘ্য-৩ কি:মি:

৮। পাইক বাড়ির সামনে থেকে শুরু করে অজিত বাবুর ঘেরের পাশ থেকে ইব্রাহীম মেম্বরের বাড়ি পর্যন্ত খাল পুন: খনন। দৈর্ঘ্য- ৩ কি:মি:

৯।কলমিবুনিয়া আকুর বাড়ি হইতে শুরু করে কলমিবুনিয়া আলতাফ কোটালের পাশ দিয়ে বিলকুল নাথ বাড়ির রাস্তা পর্যন্ত খাল পন: খনন। দৈর্ঘ্য- ৪ কি:মি:

১০। কাদের পাইকের বাড়ি হইতে শুরু করে দৌড়িয়া জোমাত আলী মুন্সির পুল পর্যন্ত খাল পুন: খনন। দৈর্ঘ্য- ২ কি:মি:

১১। বাধাল সত্তার খানের বাড়ি হয়ে বাগেরহাট- পিরোজপুর সড়ক পর্যন্ত এবং বাগেরহাট- পিরোজপুর মেইন হয়ে সাংদিয়া কালী মন্দির পর্যন্ত খাল পুন: খনন।দৈর্ঘ্য- ৪ কি:মি:

১২। বিলকুল নাথ বাড়ির পাশ দিয়ে শুরু করে নকীব বাড়ির ভেতর দিয়ে কাটাখাল পর্যন্ত খাল পুন: খনন।দৈর্ঘ্য- ২ কি:মি:

১৩। ইছামতি নদীর মুখ হইতে মীরের খাল হয়ে সরদার বাড়ি পর্যন্ত খাল পুন: খনন। দৈর্ঘ্য- ২ কি:মি:

·           ইটের ও কার্পেটিং রাস্তা তৈরি এবং মেরামত:

 

১। ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশ্ব হতে – যশোরদী – মোশারেফ সরদারের বাড়ি পর্যন্ত।

২। ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ্ব হতে সাংদিয়া- হয়ে মসনী পর্যন্ত।

৩। বিলকুল নাথবাড়ি- আলতাফ কোটালের বাড়ি হয়ে-শাখারীকাঠী পর্যন্ত।

৪। বাধাল বাজার গোডাউন- সরদার পাড়া হয়ে বাদামতলা পর্যন্ত।

৫। ইব্রাহীম শেখের বাড়ি- সেন পাড়া হয়ে – পানবাড়িয়া- আঠারোগাতী স্কুল পর্যন্ত।  

৬। গাবতলা হয়ে- আবাদ- আঠারোগাতী অধির করের বাড়ি পর্যন্ত।

৭। আঠারোগাতী গনাই রায় দায় এর বাড়ি হয়ে---- আঠারোগাতী স্কুল পর্যন্ত।

৮। পিংগড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়---------- নজূ কোঠালের বাড়ি হয়ে---------- পিংগড়িয়া মাদ্রাসা পর্যন্ত।

৯। মোস্তাহিদ এর ঘের হয়ে----------- ইব্রাহীম মোল্লার বাড়ির সামনে থেকে-------- শাখারীকাঠী পর্যন্ত।

১০। করিম শিবাজির বাড়ি হয়ে--------- সাংদিয়া বিদ্যালয় পর্যন্ত।

১১। সাংদিয়া বিদ্যালয়ের উত্তর পাশ্ব দিয়ে ---------- ফটিক ঠাকুরের বাড়ি হয়ে -------------- কান্দির খোলা রাস্তা পর্যন্ত।

১২। ভাটখোলা রাস্তা থেকে-------- টেংগারী বাড়ি হয়ে কালিখোলা পর্যন্ত।

১৩। শাখারীকাঠী বাজার থেকে -------- আলেকদিয়া বিদ্যালয় পর্যন্ত।

১৪। চিত্ত দাসের বাড়ি হয়ে ------- কালী পুকুর------ বিশখালী নদীর পাড় পর্যন্ত।

১৫। মসনী জবা নাথের বাড়ি হয়ে সরকারী পুকুরপাড় পর্যন্ত।

১৬। তপন সরকারের বাড়ি-------- সেড়ো পুকুর হয়ে-------- আসাদের মসজিদ পর্যন্ত।

১৭।সেতের পুকুর পাড় থেকে করম শেখের বাড়ি হয়ে ----------- পানবাড়িয়া-------আঠারগাতী পর্যন্ত।

১৮। পানবাড়িয়া বটতলা স্কুল হতে আবাদের মসজিদ পর্যন্ত।

১৯। বাধাল ব্রাক অফিস থেকে--------- ইসমাইল শেখের মসজিদ পর্যন্ত রাস্তা তৈরি ও মেরামত।

·           হাট বাজার সংস্কার ও মেরামত:

১। বাধাল ও আঠারগাতী বাজারের বিভিন্ন স্থানে দেওয়াল দ্বারা টিন সেট তৈরি।

২। বাধাল ও আঠারগাতী বাজারের টয়লেট ও সৌচাগার তৈরি।

৩। বাধাল আঠারগাতী বাজারের উন্নয়ন কল্পে ড্রেন নির্মান।

৪। বাধাল ও আঠারগাতী বাজারের মন্দির ও মসজিদ সংস্কার।

·          পুল ও ব্রিজ নির্মান:

১। পিংগড়িয়া খালের উপর ব্রীজ ও পুল নির্মান।

২। আঠারগাতী সরদার বাড়ির উপর ব্রীজ ও পুল নির্মন।

৩। সাংদিয়া অজিত বাবুর বাড়ির সামনে নদীর উপর পুল ও ব্রীজ নির্মান।

৪। সাংদিয়া--- কলমিবুনিয়া সড়কে ব্রীজ ও পুল নির্মান।

৫। পানবাড়িয়া--- তেলিগাতি ইউনিয়নের সীমানায় ব্রীজ ও পুল নির্মান।

৬। পানবাড়িয়া ------ রাড়িপাড়া ইউনিয়নের সীমানায় ব্রীজ নির্মান।

৭। মোস্তাহীদ এ্যাডভোকেট এর ঘেরের পাশে জ্রীজ ও পুল নির্মান।

৮। শাখারীকাঠী টু কলমিবুনিয়া সীমানায় ব্রীজ ও পুল নির্মান।

৯। মসনী কালীখোলার নিকট ব্রীজ ও পুল নির্মান।

১০। শাখারীকাঠী বাজার টু আলোকদিয়া সীমানায় ব্রীজ নির্মান।

১১। মসনী সরকারী পুকুর টু আলোকদিয়া সীমানায় ব্রীজ নির্মান।

১২। কাদের পাইকের বাড়ির সামনে ব্রীজ নির্মান।

১৩। সাংদিয়া কালী মন্দিরের পাশে ব্রীজ নির্মান।

১৪। বিলকুল নাথ বাড়ির সামনে পুল ও ব্রীজ নির্মান।

১৫। আবাদ ও পানবাড়িয়া সীমানায় পুল ও ব্রীজ নির্মান।

১৬। মীরের খালের উপর পুল ও ব্রীজ নির্মান।

১৭। ছত্তার খানের বাড়ির সামনে পুল ও ব্রীজ নির্মান।

১৮। বাধাল নিকারী পাড়া খালের উপর পুল ও ব্রীজ নির্মান।

১৯। বাগেরহাট টু পিরোজপুর মেইন সড়কের উপর ব্রীজ নির্মান।

২০। দৌড়িয়া জোমাত আলী মুন্সির বাড়ির পাশে ব্রীজ নির্মান।

২১। মসনী টু বাধাল কান্দের খোলার ব্রীজ নির্মান।

২২। আলতাফ কোটালের বাড়ির পাশে পুল ও ব্রীজ নির্মান।

২৩। শাখারীকাঠী বাজার টু দৈবজ্ঞহাটি সীমানায় পুল ও ব্রীজ নির্মান।

২৪। বাধাল ইউনিয়ন টু দৈবজ্ঞহাটি ইউনিয়ন সীমানায় পুল ও ব্রীজ নির্মান।

২৫। বিলকুল মতলেব নকীবের বাড়িরপাশে পুল ও ব্রীজ নির্মান।

২৬। নাথবাড়ি থেকে পিংগড়িয়া সীমানায় ব্রীজ নির্মান।

২৭। সরদার বাড়ির পাশে ব্রীজ নির্মান।

·           মাঠ সংস্কার:

মাধ্যমিক বিদ্যালয় দুইটি ও ষোলটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার আবশ্যক।

·           পুকুর তৈরি ও সংস্কার:

১৩ টি সরকারী পুকুরের পানি দুষন মুক্ত রাখার জন্য এবং লবন পানির হাত থেকে রক্ষার জন্য প্রত্যেকটি সরকারী পুকুর খনন করা দরকার।

·           মন্দির ও মসজিদ:

অর্থ বছরের সরকারের প্রচুর আর্থিক সহায়তার কারনে প্রতিষ্ঠানগুলো আজও টিকে আছে। তবে আরো সংস্থা করা দরকার।

·           বিদ্যুৎ:

ইউনিয়নের বিদ্যুৎ লাইনের সরবরাহ ১০০ ভাগের প্রায় ৫ ভাগ রয়েছে। তাই বিদ্যুৎ খুবই প্রয়োজন।

পানি বিশুদ্ধ করণ ও সেচ ব্যবস্থা:    

পানি বিশদ্ধকরণ ও সেচ ব্যবস্থা খুবই নাজুক তাই ব্যপকহারে পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা গ্যহন করা দরকার। তাছাড়া সেচ ব্যবস্থা গ্রহন করা দরকার।

·           বিদ্যালয় সংস্কার:

মাধ্যমিক বিদ্যালয়:

 ১। মসনী মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়াল তৈরি এবং নতুন ভবন নির্মান ও উন্নয়ন সাধন।

২। সাংদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান।

প্রাথমিক বিদ্যালয়:

১। বিলকুল প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান।

২। পিংগড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মান।

৩। উত্তর আঠারোগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান।

৪। পানবাড়িয়া প্রথমিক বিদ্যালয়ের ভবন নির্মান।

৫। শাখারীকাঠী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান।

৬। আলোকদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান।